মোহা. রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণসহ সার্বিক পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
রোববার দুপুরে রাজশাহীতে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান।
সৌজন্য সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় নেতৃবৃন্দ একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।