১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

দাম অপরিবর্তিত রেখে বিটিসিএলের ইন্টারনেটের গতি বাড়লো তিন গুণ পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে। গ্রাহকদের উন্নত ও মানসম্মত ডিজিটাল সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, তবে মাসিক মূল্য আগের মতোই অপরিবর্তিত থাকবে।

রোববার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে বিটিসিএলের গ্রাহকরা আরও দ্রুত, নির্ভরযোগ্য ও আধুনিক ইন্টারনেট সুবিধা পাবেন, যা দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

বিটিসিএল কর্তৃপক্ষ জানায়, অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন স্মার্ট ও ডিজিটাল সেবার চাহিদা মেটাতে এই গতি বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন ঘোষণায় দেখা যায়, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ–৫’ প্যাকেজ এখন ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী–২০’ প্যাকেজে উন্নীত হয়েছে। একইভাবে ৫০০ টাকায় ১২ এমবিপিএস ‘সুলভ–১২’ প্যাকেজ ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী–২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস–১৫’ প্যাকেজ ৫০ এমবিপিএসের ‘ক্যাম্পাস–৫০’ প্যাকেজে রূপান্তরিত করা হয়েছে।

এছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএস প্যাকেজ এখন ৫০ এমবিপিএস, ১ হাজার ৫০ টাকায় ২০ এমবিপিএস প্যাকেজ ১০০ এমবিপিএস, ১ হাজার ১৫০ টাকায় ২৫ এমবিপিএস প্যাকেজ ১২০ এমবিপিএস এবং ১ হাজার ৩০০ টাকায় ৩০ এমবিপিএস প্যাকেজের গতি বাড়িয়ে ১৩০ এমবিপিএস করা হয়েছে।

উচ্চগতির প্যাকেজগুলোর মধ্যে ১ হাজার ৫০০ টাকায় ৪০ এমবিপিএস প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস এবং ১ হাজার ৭০০ টাকায় ৫০ এমবিপিএস প্যাকেজ ১৭০ এমবিপিএসে উন্নীত করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top