১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

ঢাকা–৩ এ গণঅধিকার প্রচারণা করায় শ্রমিক নেতার ওপর হামলা, গুরুতর আহত

সুমাইয়া খাতুন, ঢাকা প্রতিনিধি:

ঢাকা–৩ আসনের কেরানীগঞ্জে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রচারণা চালানোর কারনে মাঝি শ্রমিক ও শ্রমিক অধিকার পরিষদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা সভাপতি সোহেল–এর ওপর নেক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ৩ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাসায় ফেরার পথে এ হামলার শিকার হন তিনি।
ভুক্তভোগী সোহেল সাংবাদিকদের জানান, তিনি ঢাকা–৩ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। এ কারণে বিভিন্ন সময় তাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক মন্তব্য, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মুখে পড়তে হয়েছে। সর্বশেষ আজ সন্ধ্যায় বাসার গলির সামনে পৌঁছালে এক ভাঙারি ব্যবসায়ী ও তার সঙ্গে থাকা কয়েকজন বহিরাগত ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের তিনি ব্যক্তিগতভাবে চিনতেন না বলে জানান।
সোহেলের দাবি, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের ইন্ধনেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি হামলাকারী ও তাদের পেছনে থাকা ইন্ধনদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের ঢাকা–৩ আসনের এমপি প্রার্থী সাজ্জাদ আল ইসলাম সাংবাদিকদের বলেন,
“এটাই কেরানীগঞ্জের নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড। এভাবে কি একটি দেশ চলতে পারে? ৫ আগস্টের পরেও কিছু মানুষের শিক্ষা হয়নি। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের জন্য সামনে আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। জনগণ কাউকে ছাড় দেবে না।”
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top