১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সরকার আবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত

মোঃ নাঈম উদ্দিন সিরাজী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও শাহজাদপুর উপজেলা কৃতি সন্তান আব্দুল্লাহ সরকার আবির কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটিতে গ্রন্থনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, ছাত্র অধিকার পরিষদ ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন। ওই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে সংগ্রাম শুরু হয়, তার অন্যতম নেতৃত্বে ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। পরবর্তীতে তার নেতৃত্বে প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন গণঅধিকার পরিষদ–এর অঙ্গসংগঠন হিসেবেই ছাত্র অধিকার পরিষদ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জ্ঞানভিত্তিক ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করার লক্ষ্যে সম্প্রতি ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে আবিরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
আব্দুল্লাহ সরকার আবির দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে সিরাজগঞ্জ জেলায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন। তার এই নির্বাচনে সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলার ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে আবির তার মেধা, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের মাধ্যমে কেন্দ্রীয় পর্যায়ে ছাত্র অধিকার পরিষদের কার্যক্রমে ইতিবাচক ও কার্যকর অবদান রাখবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top