১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

সিকৃবিতে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইঞ্জিনিয়ারিং স্পোর্টস উইক অনুষ্ঠিত

আদিব হাসান প্রান্ত, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে ইঞ্জিনিয়ারিং স্পোর্টস উইক–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এ আয়োজনের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী। এছাড়া ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহমদ বিশেষ অতিথি ছিলেন ।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুক্তারুন ইসলাম। আয়োজক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন প্রফেসর ড. তরিকুল ইসলাম।

স্পোর্টস উইকের আওতায় ছেলেদের ফুটবল, মেয়েদের জন্য দাবা ও ক্যারমসহ বিভিন্ন ইনডোর খেলাধুলার আয়োজন করা হয়। এতে অনুষদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুক্তারুন ইসলাম বলেন: “ইনডোর গেমসে আমাদের মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নৈপুণ্য সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন আজ জিততে পারোনি, তারা মন খারাপ না করে বিজয়ীদের থেকে অনুপ্রাণিত হয়ে আগামী বছরের জন্য আরও ভালো প্রস্তুতি নাও।

একটি উন্নত মানের টেবিল টেনিস খুব প্রয়োজন বলে ট্রেজারার স্যারের কাছে এটি দ্রুত প্রদানের দাবি জানান ।পরিশেষে, অত্যন্ত ধৈর্যের সাথে এই সুন্দর আয়োজনটি সফল করার জন্য তিনি পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।”

প্রধান অতিথির অনুপস্থিতিতে ​বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মহোদয় বলেন: ​”কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের এই সুন্দর আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং বিজয়ী ও বিজিত উভয় দলকেই অভিনন্দন জানাই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই আমরা সবসময়ই এই ধরণের উদ্যোগে সহযোগিতা করতে আগ্রহী।

তিনি বলেন ডিন মহোদয় একটি টেবিল টেনিস টেবিলের যে দাবি জানিয়েছেন, আমি আশ্বস্ত করছি যে আমরা শীঘ্রই একটি উন্নতমানের টেবিল টেনিস টেবিল প্রদানের ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ক্রীড়া সুবিধা নিশ্চিত করা যাতে তারা জাতীয় পর্যায়েও ভালো করতে পারে। আয়োজক কমিটি এবং ছাত্র সমিতির সদস্যদের এই সুন্দর শৃঙ্খলা ও ব্যবস্থাপনার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।”

উল্লেখ্য, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদীয় ছাত্র সমিতির আয়োজনে এবং অনুষদের আয়োজক কমিটি ও শিক্ষকবৃন্দের সহযোগিতায় এই ইঞ্জিনিয়ারিং স্পোর্টস উইক–২০২৫ অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top