নিজস্ব প্রতিনিধি:
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা বিপিএল বয়কট করায় অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। ক্রিকেটাররা মাঠে না নামায় বৃহস্পতিবার নির্ধারিত কোনো ম্যাচই অনুষ্ঠিত হয়নি।
ঘটনার সূত্রপাত হয় এম নাজমুল ইসলামের বক্তব্যকে কেন্দ্র করে। এর প্রতিবাদে ক্রিকেটাররা খেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। সমস্যা সমাধান না হওয়ায় দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার লড়াই মাঠে গড়ায়নি। পরবর্তী সময়ে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হয়নি, এমনকি দুই দলের খেলোয়াড়রাও মাঠে হাজির হননি।
ক্রিকেটারদের সংগঠন কোয়াব এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করলেও শুরুতে কেবল তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় খেলোয়াড়দের ক্ষোভ প্রশমিত হয়নি। ফলে টুর্নামেন্ট পুরোপুরি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই মধ্যে বিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এম নাজমুল ইসলামকে পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে। বোর্ডের স্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। বিসিবি জানায়, গঠনতন্ত্রের ৩১ ধারা অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এতে কোনো বিধি লঙ্ঘন হয়নি।
বর্তমানে বিসিবির অর্থ কমিটির দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।