১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খোকসা উপজেলা বিএনপির নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খোকসা উপজেলা বিএনপির উদ্যোগে পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের অংশগ্রহণে এক নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৩ ঘটিকায় খোকসা উপজেলা বিএনপি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া-৪ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত এমপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী এবং খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আনিসুজ্জামান স্বপন।
সভায় আরও উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার পাঁচটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের বার্তা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top