মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এবরান আলী (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত এবরান আলী চরবাগডাঙ্গা এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক ১টা ৫ মিনিটে এবরান আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি কাপড়ের ব্যাগের ভেতর রাখা *৩০টি পলিথিন প্যাকেটে ভর্তি বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত ৩.১ কেজি হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত এবরান আলী একজন চিহ্নিত মাদক কারবারি এবং সে দীর্ঘদিন ধরে নিজ এলাকায় হেরোইন মজুত ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।