১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে অনুভব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অনুভব ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহযোগিতায় শনিবার দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

নীলফামারী সদর উপজেলার ইটাখোলা, পঞ্চপুকুর ও চড়াইখোলা—এই তিনটি ইউনিয়নে একযোগে ক্যাম্পের আয়োজন করা হয়। অনুভব ফাউন্ডেশনের আয়োজনে এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব ক্যাম্পে সেবা প্রদান করেন।

ক্যাম্পগুলোতে সাধারণ রোগ নির্ণয়ের পাশাপাশি শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এতে শত শত মানুষ বিনা খরচে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

অনুভব ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক নুরে আলম সিদ্দিকী জানান, ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড়, পঞ্চপুকুর ইউনিয়নের মিলের বাজার এবং চড়াইখোলা ইউনিয়নের নগর দারোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, “প্রান্তিক ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এদিকে, স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রত্যন্ত অঞ্চলে এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top