১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

বগুড়া শেরপুরে গরিব-অসহায়দের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমাজ উন্নয়ন সংস্থা (এসডিএস) এর উদ্যোগে উপজেলার শাহ্বন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী কলোনী ও বাঘমারা গ্রামের গরিব ও অসহায় নারী-পুরুষদের মাঝে বিনামূল্যে ৬টি গাভী বিতরণ করা হয়েছে।

১৭ জানুয়ারী শনিবার সকালে সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম এর সভাপতিত্বে গাভী বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এটি শুধুমাত্র একটি সহায়তা নয়, বরং অসহায় মানুষের আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাওয়ার একটি কার্যকর উদ্যোগ।

এই গাভী বিতরণ কর্মসূচি সুবিধাবঞ্চিত পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নাইম হোসেন, ইউপি সদস্য বকুল হোসেন, নবারন ঐক্য সংঘের নির্বাহী পরিচালক নুরে আলম শিবু।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক মুঞ্জুরুল ইসলাম, আবু সাঈদ আশরাফ আলী, রিয়াজ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপকারভোগী হিসেবে কলোনী ও বাঘমারা গ্রামের হাজেরা বেগম, লাভলী খাতুন, বাদশা মিয়া ও বাবুল ইসলাম ইউনুসসহ ৬ জনের হাতে গাভী তুলে দেন অতিথিবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top