১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে পুরো সিস্টেমে আমূল পরিবর্তন জরুরি — প্রকৌশলী তুহিন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিক করতে হবে বলে মন্তব্য করেছেন নীলফামারী- ০২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

তিনি বলেন, “উন্নয়ন মানে শুধু ইট-পাথরের অবকাঠামো নয়। প্রকৃত উন্নয়ন আসে শিক্ষায় বিনিয়োগের মাধ্যমে। শিক্ষকদের মানোন্নয়ন, সম্মান ও সুযোগ-সুবিধা বাড়িয়ে পুরো শিক্ষা সিস্টেমে কাঠামোগত পরিবর্তন আনতে হবে।”

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নীলফামারী শহরের স্টাফ কোয়ার্টার সংলগ্ন নীলসাগর গ্রুপের পরিবহন বিভাগে সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নীলফামারীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে ‘উন্নয়ন মঞ্চ’-এর ব্যানারে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।

একজন শিক্ষকের সন্তান হিসেবে নিজের আবেগ ও দায়বদ্ধতার কথা তুলে ধরে প্রকৌশলী তুহিন বলেন, “আমি খুব কাছ থেকে দেখেছি একজন শিক্ষকের সংগ্রাম, ত্যাগ ও দায়িত্ব। তাই শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে আমার সুদূরপ্রসারী ও বাস্তবভিত্তিক পরিকল্পনা রয়েছে। শিক্ষককে মর্যাদার আসনে বসাতে না পারলে মেধাভিত্তিক জাতি গঠন সম্ভব নয়।”

ছমির উদ্দিন স্কুল ও কলেজের অধ্যক্ষ মেসবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন শিল্প উন্নয়ন প্রতিষ্ঠান নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন।

তিনি বলেন, “বর্তমান বিশ্ব প্রযুক্তি ও মেধানির্ভর। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)-এর এই যুগে টিকে থাকতে হলে দক্ষ জনশক্তি গড়ার বিকল্প নেই। আর এই দক্ষ জাতি গড়ার প্রধান কারিগর হলেন শিক্ষকরা। তাই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে শিক্ষকদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিত করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বাদল, টুপামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল ওহাব, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী এবং অধ্যক্ষ আব্দুল আজিজ।

শিক্ষক নেতা আবু সাঈদ চৌধুরী বলেন, “শিক্ষার মানোন্নয়নের জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব ও কার্যকর ব্যবস্থাপনা কমিটি। নীলফামারীর উন্নয়ন ও পরিবর্তনের কাণ্ডারি হিসেবে আমরা প্রকৌশলী তুহিনকে পেয়েছি। তাকে সংসদে পাঠাতে পারলে এ এলাকার আমূল পরিবর্তন সম্ভব।”

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আরও বলেন, “নীলফামারীবাসীর জীবনমান উন্নয়ন এবং এই জেলাকে আধুনিক, শিক্ষাবান্ধব ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করাই আমার লক্ষ্য। শিক্ষকদের সম্মান ও অধিকার নিশ্চিত করে একটি মানবিক ও মেধাভিত্তিক সমাজ গঠনে আমি আজীবন কাজ করে যাব।”

উল্লেখ্য, নীলফামারী সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। গত কয়েকদিন ধরে ‘উন্নয়ন মঞ্চ’-এর ব্যানারে প্রকৌশলী তুহিন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top