মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর ঘাট এলাকায় নদীপাড়ের কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।
অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রবিউল আওয়াল।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ দৈনিক বাংলাদেশ বুলেটিনকে জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর তীরভূমি ও কৃষিজমি থেকে মাটি কাটা একটি গুরুতর অপরাধ। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং কৃষিজমির স্থায়ী ক্ষতি সাধিত হয়। এসব কারণে অবৈধ মাটি উত্তোলন রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও নদী ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।