মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় ঝরে গেল তরতাজা এক প্রাণ। মাহিন্দ্র ট্রাক্টর উল্টে আব্দুল মমিন (১৮) নামে এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার নিতাই ইউনিয়নের কুঠিয়ালপাড়া ক্যানেলের পাড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মমিন একই এলাকার লাল মিয়ার ছেলে।
জানা যায়, বাবার মৃত্যুর পর জীবনসংগ্রামের কঠিন বাস্তবতায় সে আশ্রয় নিয়েছিল নিতাই ইউনিয়নের তকেয়াপাড়া গ্রামে তার নানা আব্দুল মজিদের বাড়িতে। জীবিকার তাগিদে মাটি ও বালু পরিবহনের কাজ করত সে। শনিবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে কুঠিয়ালপাড়ার ক্যানেলের ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্র ট্রাক্টরটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। ভারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিভে যায় তার প্রাণ।
এক নিমিষেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে তকেয়াপাড়ার পরিবেশ। নিহতের মরদেহ তার নানা বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক।