রিফাজ বিশ্বামদস লালন, ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা:
পাবনা ৪ (ঈশ্বরদী -আটঘড়িয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী পাবনা ৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস । তিনি বলেন, যোগ্যতার উপযুক্ততার বিবেচনায় হাবিবুর রহমান হাবিবের চাইতে কেউ কি এই আসনে দাঁড়িয়েছে, তাহলে আপনাদের দায়িত্ব ও উপযুক্ত তাকে বিচার বিবেচনা করা ।
তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ঈশ্বরদীবাসির উন্নয়নের জন্য যোগ্য নেতা, বয়জষ্ঠ যে নেতা বিভিন্ন মানুষের জন্য দীর্ঘ লড়াই করেছে, সে সত্যিকার অর্থেই মানুষের জন্য কিছু দিয়েছে, মানুষের থেকে কিছু নেয়নি, সেই দেওয়াটা আমি ঈশ্বরদীবাসির কাছে অনুরোধ করছি। তাকে মন খুলে সাহায্য করুন, প্রাণ দিয়ে সাহায্য করুন, আপনাদের মর্যাদা মাথার আসনকে তাজ হিসাবে গ্রহণ করে আপনারা এ আসনে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন। এই কথাগুলো আপোষহীন নেত্রী, দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, তারেক রহমানের মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিলের আলোচনা সভায় এ কথা তিনি বলেন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের আলহাজ্ব মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে এবং ভাষা প্রামানিক ও ছবি মন্ডলের সঞ্চালনায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা ৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, ৯০’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মহানায়ক, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর ।
দোয়া ও মিলাদ মাহফিলের আলোচনা সভায় হাবিবুর রহমান হাবিব বলেন, খালেদা জিয়ার ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। একনায়কতন্ত্র থেকে দেশকে শৃংখল মুক্ত করতে তিনি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন মরহুমা বেগম খালেদা জিয়া। এদেশের মানুষের পক্ষে কাজ করতে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারংবার কারাবরণ করেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে দীর্ঘ সময় জেলখানাতে কাটাতে হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, উপজেলা যুবদলের আহ্বাযক সুলতান আলী টনি বিশ্বাস, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সামাদ সুলভ মালিথা, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবাযক শরিফুল ইসলাম শরীফ, যুগ্ন আহবায়ক বিপুল হোসেন বুদু, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতিক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খন্দকার হেদায়েতুল্লাহ অনিক, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়াম,কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন মালিথা, সদস্য সচিব মশিউর রহমান রতন, ছাত্রদল নেতা আব্দুল আউয়াল, ছাত্রদল নেতা হাসিবুর রহমান ইমন, ইব্রাহিমসহ বিএনপিও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।