নিজস্ব প্রতিনিধি:
বিএনপি মানুষের কল্যাণে রাজনীতি করে এবং জনগণের কাছে দেওয়া অঙ্গীকার সবসময় রক্ষা করে—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চায়। দালানে বসবাসকারী মানুষের সন্তানদের মতো বস্তিবাসীর সন্তানদেরও যেন সমানভাবে শিক্ষার সুযোগ নিশ্চিত করা যায়—সে লক্ষ্যে কাজ করতে চায় বিএনপি। তিনি জানান, নারীদের মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কড়াইলসহ দেশের বিভিন্ন এলাকার মানুষের সমস্যা সমাধানে বিএনপি পাশে থাকবে। কড়াইলের বস্তিবাসীদের জন্য পরিকল্পিতভাবে ছোট ছোট ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তারেক রহমান বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।