২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাবান, ১৪৪৭ হিজরি

হাতিয়ায় ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলন

মো: দিদার উদ্দিন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালী ৬ হাতিয়া আসনের ১০ দলীয় জোট প্রার্থী আবদুল হান্নান মাসউদের সমর্থনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াত প্রার্থী এডঃ শাহ মাহফুজুল হক প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে এনসিপির প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারী) সকাল ১১ টায় হাতিয়া উপজেলা সদরে অবস্থিত ১০ দলীয় জোটের নির্বাচনী অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার বোরহানুল ইসলাম।

সঞ্চালনা করেন জামায়াত মনোনীত হাতিয়া পৌরসভা মেয়র প্রার্থী শাব্বির আহমেদ তাফসীর।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা খেলাফত আন্দোলনের সদস্য সচিব মুফতি ইছমাইল হোসাইন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা ইউনুছ সাঈফী, এনসিপির উপজেলা আহ্বায়ক শামছল তিব্রীজ, এলডিপির প্রার্থী আবুল হোসেন বাবুল, জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মাহফুজ এবং ১০ দলীয় জোট প্রার্থী আবদুল হান্নান মাসউদ।
বক্তারা অভিযোগ করেন, অতীতে ভোটাধিকার হরণে যুক্ত কিছু ব্যক্তি এবারও নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টায় সক্রিয়। তারা বলেন, তথাকথিত “বিনা ভোটের” জনপ্রতিনিধি ও তাদের সহযোগীরা ভোটের মাঠে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এ ধরণের ব্যক্তিদের যেন ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দেওয়া বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

এলডিপির প্রার্থী আবুল হোসেন বাবুল বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ছিল না। বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে উৎসবমুখর ভোটের যে প্রত্যাশা তৈরি হয়েছে, একটি মহল তা নস্যাৎ করার চেষ্টা করছে। ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এলডিপির পক্ষ থেকে আবদুল হান্নান মাসউদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।

জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মাহফুজ বলেন, গত ১৭ বছরে হত্যা, গুম, খুন, হামলা ও মামলার মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করা হয়েছে। হাতিয়াতেও মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার হরণ করে জনপদকে জিম্মি করে রাখা হয়েছিল। তিনি বলেন, মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে।

১০ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেন, জোট ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদবিরোধী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে। দল-মত নির্বিশেষে সবাইকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক হাতিয়া গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে জোটের সব শরিক সংগঠন ও হাতিয়ার জনগণের প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার করেন তিনি।

তিনি আরো ঘোষনা করেন, অতীতে যারা মানুষের উপর অত্যাচার করেনি এবং কোন অন্যায়ের সাথে জড়িত ছিলোনা তারা যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ইচ্ছা করেন তাহলে আমরা তাদেরকে স্বাগত জানাই।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতা শাহ মিজানুল হক, জাতীয় যুবশক্তির উপজেলা আহ্বায়ক ইউসুফ রেজা, ছাত্রশক্তির আহ্বায়ক আশিক এলাহীসহ ১০ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে ১০ দলীয় জোটের একক প্রার্থী আবদুল হান্নান মাসউদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top