২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাবান, ১৪৪৭ হিজরি

পুলিশের অভিযানে দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি মামলার সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০ জানুয়ারি ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) চয়ন হালদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানাধীন বড় মেরুং এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মামলার তদন্তে সন্দিগ্ধ মোহাম্মৎ সাইদুল আলম (২৩)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি ০১নং মেরুং ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি মোঃ আবদুর রশিদ এর ছেলে। তার বাড়ি বাঁচা মেরুং গ্রাম, ডাকঘর মেরুং বাজার, থানা দীঘিনালা, জেলা খাগড়াছড়ি।
পুলিশ জানায়, উক্ত ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬ ও ১১৪ ধারায় মামলা রয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মামলার তদন্তে সন্দিগ্ধ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top