২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাবান, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে আচরণবি’ধি লঙ্ঘন করে নওশের আলীর প্রচারণা, ১০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) সংসদীয় আসনের প্রার্থী মুহাম্মদ গোলাম নওশের আলীর নির্বাচনী প্রচারণার সাথে জড়িত একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণকালে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ ল’ঙ্ঘ’নের অ’ভিযো’গে ইমরান উদ্দিন নামের ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা অ’র্থ’দ’ণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আরোপ করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top