২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বিভিএসডব্লিউএ-বাকৃবি) এর ২০২৫–২০২৬ কার্যবর্ষের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আতিকুল ইসলাম (আতিক) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বুরহান উদ্দিন সিয়াম।

বুধবার (২১ জানুয়ারি) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে ২ বছরের জন্য ১১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসুর রহমান খান।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অনুষদীয় ডিন, সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক।

এছাড়া সংগঠনটির সিনিয়র সহ সভাপতি হিসেবে মো. আবু রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. সাঈফ আরমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে আপন গোস্বামী ও দপ্তর সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সহপাঠ্যক্রমিক কার্যক্রম ও সার্বিক সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে সহশিক্ষা, সম্প্রসারণ ও সর্বোপরি পেশার স্বার্থে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top