২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

নীলফামারীর চার আসনে ২৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুকূলে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচন তফসিল অনুযায়ী বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পত্র তুলে দেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চারটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ২৩ জন এবং স্বতন্ত্র ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নীলফামারী-১ (ডোমার–ডিমলা)

ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং ডিমলা উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত নীলফামারী-১ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (বিএনপি জোট): মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দি — খেজুরগাছ, জামায়াতে ইসলামী: অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার — দাঁড়িপাল্লা, জাতীয় পার্টি: মেজর (অব.) তছলিম উদ্দিন — লাঙ্গল, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ): সিরাজুল ইসলাম — টেলিফোন
ইসলামী আন্দোলন বাংলাদেশ: আব্দুল জলিল — হাতপাখা, বাসদ (মার্কসবাদী): মো. রফিকুল ইসলাম — কাঁচি, জেপি: মো. মখদুম আজম মাশরাফী — বাইসাইকেল, ন্যাপ: জেবেল রহমান গানি — গাভী।

নীলফামারী-২ (সদর)

নীলফামারী সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নীলফামারী-২ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—
বিএনপি: ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন — ধানের শীষ, জামায়াত: অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ — দাঁড়িপাল্লা
ইসলামী আন্দোলন বাংলাদেশ: হাসিবুল ইসলাম — হাতপাখা, খেলাফত মজলিস: সারোয়ারুল আলম বাবু — দেয়ালঘড়ি, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ): সিরাজুল ইসলাম — টেলিফোন, স্বতন্ত্র: মিনহাজুল ইসলাম মিনহাজ — ফুটবল।

নীলফামারী-৩ (জলঢাকা)

জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নীলফামারী-৩ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপি: সৈয়দ আলী — ধানের শীষ, জামায়াত: মাওলানা ওবায়দুল্লাহ সালাফী — দাঁড়িপাল্লা
জাতীয় পার্টি: রোহান চৌধুরী — লাঙ্গল,ইসলামী আন্দোলন বাংলাদেশ: আমজাদ হোসেন সরকার — হাতপাখা।

নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরীগঞ্জ)

সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন, একটি পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এবং কিশোরীগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত নীলফামারী-৪ আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপি: মো. আব্দুল গফুর সরকার — ধানের শীষ, জামায়াত: আব্দুল মুনতাকিম — দাঁড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ: শহিদুল ইসলাম — হাতপাখা
জাতীয় পার্টি: মো. সিদ্দিকুল আলম — লাঙ্গল
বাংলাদেশ জাতীয় পার্টি: মির্জা মো. শওকত আকবর রওশন — কাঁঠাল, বাসদ (মার্কসবাদী): মাইদুল ইসলাম — কাঁচি, স্বতন্ত্র: রিয়াদ আরফান সরকার রানা — ফুটবল, স্বতন্ত্র: এস. এম. মামুনুর রশিদ — মোটরসাইকেল, স্বতন্ত্র: জোয়াদুর রহমান হীরা — ঘোড়া।

প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সকল প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত প্রার্থীরা নির্বাচন কমিশন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top