মো: জুবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি:
দলের নির্দেশনা উপেক্ষা করে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৫৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
বুধবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য এই নেতাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
এই তালিকায় আছেন টাঙ্গাইল-৩ আসনে বিদ্রাহী প্রার্থী লুৎফর রহমান খান আজাদ।
এই গণ-বহিষ্কারের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের কাছে বিএনপি একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চেয়েছে যে, দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, যারা কঠিন সময়ে দলের সঙ্গে বেইমানি করে ব্যক্তিগত স্বার্থে নির্বাচনে অংশ নিচ্ছেন, ভবিষ্যতে তাদের জন্য বিএনপির দরজা চিরতরে বন্ধ থাকবে।