খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের মাটিতে গণতন্ত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের টানা ১৬ বছরে নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন পৌরশহরের শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণে উপজেলার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আপনারা এমন প্রতিনিধি নির্বাচন করবেন, যারা বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবে। জনগণের ভোটেই প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।”
শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের সভাপতি নিরব কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, লালমোহন পৌরসভা বিএনপি’র সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু এবং সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানা বাবুল পাটোয়ারী।
এ সময় উপজেলা ও পৌরসভা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।