২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ডিসির মোড় থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুবেল চত্বরে গিয়ে শেষ হয়।

প্রচারণা শুরুর আগে রুবেল চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

মিছিল ও সভায় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান হক বাচ্চু, রেয়াজুল ইসলাম কালু, সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির সাবেক সভাপতি আ.খ.ম আলমগীর সরকার এবং সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে বিএনপির প্রতি মানুষের আস্থা ও সমর্থন রয়েছে।

জানা যায়, সকাল থেকেই জেলা শহরের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডিসির মোড়ে জড়ো হতে শুরু করেন। পরে তা একটি বৃহৎ জনমিছিলে রূপ নেয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, এ নির্বাচনী প্রচারণা দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রার্থীর বিজয় নিশ্চিত করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top