নিজস্ব প্রতিনিধি:
পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় জোটের নির্বাচনি প্রচার সমাবেশে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান সরকারের নীতি ও বিরোধী নেতৃত্বের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, “নতুন ইমাম বারবার বলেন—দিল্লিও নয়, পিন্ডিও নয়, সবার আগে বাংলাদেশ। কিন্তু সাধারণ মানুষ শুনছে—দিল্লিও নয়, পিন্ডিও নয়, সবার আগে লন্ডন।”
রাশেদ প্রধান বলেন, দেশের স্বার্থকে অগ্রাধিকার না দিয়ে বিদেশি শক্তির সঙ্গে আপস করলে বাংলাদেশ নিরাপদ থাকে না। তার ভাষায়, “দেশে আসার আগে যারা দিল্লির কাছে দস্তখত দেয়, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়।”
সমাবেশে ১০ দলীয় জোটের নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জোটের নেতা ডা. শফিকুর রহমান ক্ষমতায় এলে ছয় বছরের নিচে শিশু ও ৬০ বছরের বেশি বয়সীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবেন। একই সঙ্গে তিনি পঞ্চগড় জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি জানান।
রাশেদ প্রধান আরও বলেন, “১০ দলীয় জোট ক্ষমতায় গেলে পঞ্চগড় চিনিকল আবার চালু হবে।” তিনি জেলার দুইটি আসনে জোট মনোনীত প্রার্থীদের—শাপলা কলি ও দাঁড়িপাল্লা প্রতীকে—ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি দাবি করেন, ডা. শফিকুর রহমান বয়সে প্রবীণ হলেও চিন্তা ও কর্মে তরুণদের চেয়েও বেশি সক্রিয়। একই সঙ্গে তিনি বলেন, “আমাদের প্রথম ঈমানি দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করা, আর দ্বিতীয় দায়িত্ব হলো শাপলাকলি ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করা।”
বক্তব্যের শেষভাগে রাশেদ প্রধান ‘কার্ড রাজনীতি’র সমালোচনা করে বলেন, অতীতের মতো নতুন করে বিভিন্ন কার্ডের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। তিনি মন্তব্য করেন, দেশের মানুষ এসব প্রতিশ্রুতিতে আর বিশ্বাস করে না এবং জাতীয় স্বার্থবিরোধী আপসের রাজনীতি শেষ পর্যন্ত জনগণের কাছেই প্রত্যাখ্যাত হবে।