নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন ট্রফি নিয়ে ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ট্রফিটি ফাইনালের আগে গোপন রাখায় ক্রিকেট অঙ্গনে নানা আলোচনা চলছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (২৩ জানুয়ারি) বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বিপিএলের নতুন ট্রফি।
বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে করে ট্রফিটি মাঠে নিয়ে আসেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। তাদের উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় বাড়তি উত্তেজনা।
এরপর লাল কাপড়ে মোড়ানো ট্রফিটি উন্মোচন করেন বিপিএলের ফাইনালিস্ট দুই দলের অধিনায়ক—রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত এবং চট্টগ্রাম রয়্যালসের শেখ মেহেদী। ট্রফি উন্মোচনের সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত কয়েক হাজার দর্শক উল্লাসে ফেটে পড়েন।
উল্লেখ্য, আগের কয়েক আসরে বিপিএল ট্রফির নকশা নিয়ে সমালোচনা ছিল। সেই সমালোচনার প্রেক্ষিতেই এবারের আসরে ট্রফির ডিজাইনে পরিবর্তন আনা হয়। নতুন এই ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে বিপিএলের ফাইনাল পর্বে যোগ হলো নতুন মাত্রা ও বাড়তি আকর্ষণ।