২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

নীলফামারী-১ আসনে জয়ের লক্ষ্যে জামায়াতের সুশৃঙ্খল মিছিল ও সমাবেশ

মোঃ বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধিঃ
​নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে নির্বাচনী লড়াইয়ের মাঠ সরগরম করে তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনটিতে দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​মিছিলের বিবরণ:
বৃহস্পতিবার বিকেলে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় এবং উপজেলা বিজয় চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সাত্তার এক ব্যতিক্রমী ও উদার রাজনৈতিক বার্তা প্রদান করেন। তিনি বলেন, “আমরা নেতিবাচক বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। কেউ যদি আমাদের সমালোচনা করে, তবে আমরা তাকে শত্রু নয় বরং বন্ধু হিসেবে বুকে টেনে নেব। ভালোবাসা এবং সুস্থ আদর্শের মাধ্যমেই আমরা সমাজ পরিবর্তন করতে চাই।”

আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “ইনশাল্লাহ, ডোমার-ডিমলাবাসীর ভালোবাসা ও ভোটের মাধ্যমে এই আসনটি আমরা কেন্দ্রকে উপহার দিতে পারব।” তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনগণের কাছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

উক্ত কর্মসূচিতে প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু এবং ডিমলা সদর ইউনিয়ন আমির মাওলানা নূর মোবাশ্বেরসহ উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​পুরো কর্মসূচিটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top