২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

ধানের শীষের সমর্থনে দুমকিতে উঠান বৈঠক

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল(অব:) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে শ্রীরামপুর ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ বাদুয়া শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: ফারুক হোসেন হাওলাদার।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বেগম সুরাইয়া আক্তার চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা প্রশাসক ও জীবন বীমা কর্পোরেশনের এম ডি একেএম জব্বার ফারুক, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মৃধা,ঢাকাস্হ জাতীয়তাবাদী ফোরামের নেতা আ: মালেক মৃধা, এবায়দুল ইসলাম বাদল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: খলিলুর রহমান, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দিন, মো: জাহিদুল হক, দুমকি থানা যুবদলের যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম, দুমকি নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি হেলেনা বেগম প্রমুখ। সভা সঞ্চালনা করেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আমীর হোসেন হাওলাদার।বক্তারা বলেন, “ধানের শীষ গণতন্ত্র,জণগনের অধিকার ও স্বাধীনতার প্রতীক।

দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জণগণের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top