২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মতবিনিময়

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) উপজেলার সংবাদদাতা:

পাবনার ঈশ্বরদীতে এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিএনপি দলীয় এমপি প্রার্থী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ জানুয়ারি ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় পাবনা ৪ (ঈশ্বরদী আটঘরিয়া) আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, তিনি নির্বাচিত হলে সুন্দর পরিকল্পনা নিয়ে ঈশ্বরদী ও আটঘরিয়া সাজাতে চান। এজন্য সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ সভায় সাংবাদিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত নিয়ে তিনি তাঁর একটি নির্বাচনী ইশতেহার তৈরির করবেন বলে জানান।

জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান বলেন, তিনি নির্বাচনে জয়ী হলে উত্তরাঞ্চলের প্রথম রপ্তানি প্রক্রিয়াজাত এলাকা ঈশ্বরদী ইপিজেডে বিনিয়োগকারীর সংখ্যা বাড়ানো ও ব্যবসায়ীক পরিবেশ তৈরি করা হবে যাতে দেশী-বিদেশী বিনিয়োগকারীরার এখানে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

মতবিনিময় কালে স্থানীয় হরিজনদের জন্য ঈশ্বরদীতে ৮ তলা বিশিষ্ট আবাসন নির্মাণ, সর্বসাধারণের জন্য শিশুপার্ক, স্টেডিয়াম, সাংস্কৃতিক সংগঠন, পাঠাগার নির্মাণ, শতবছরের পুরনো ঈশ্বরদী জংশন স্টেশনের আধুনিকায়ন করা, ভাঙাচোরা ও জনগুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ এবং সংস্কার করার পরিকল্পনা রয়েছে বলেও সাংবাদিকদের জানান।

তিনি আরও বলেন, মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে ঈশ্বরদীতে সবজিসহ লিচুর গাছ মারা যাচ্ছে। তবে ইনশাআল্লাহ যদি নির্বাচিত হই; তাহলে কৃষক ও কৃষির উন্নয়ন এখানে একটি সবজি সংরক্ষণাগার ও লিচু গবেষণাগার নির্মাণ করতে চাই। একই সঙ্গে বন্ধ থাকা ঈশ্বরদী বিমানবন্দর চালুর পরিকল্পনা কথাও জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী। বিগত সময়ে রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপে সাংবাদিকদের সংগঠনের কমিটি গঠন হয়েছে। তবে তিনি নির্বাচিত হলে এসব সংগঠনে পেশাদার সাংবাদিকদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। একইসঙ্গে ঢাকার বাইরে ঈশ্বরদীতে সাংবাদিকদের জন্য সরকারি ভাবে প্লটের ব্যবস্থা করতে চাই।

উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারের সভাপতিত্বে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক কাউন্সিলর শামসুল আলম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব হাসান আলী বিশ্বাস, লক্ষীকুন্ডা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ সান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, কলেজ ছাত্রদলের কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়নসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top