২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

নোয়াখালীর হাতিয়া. জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন বিএনপির দুই শতাধিক নেতাকর্মী

‎মো:দিদার উদ্দিন, ‎হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
‎শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির উপজেলা কার্যালয়ে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদের হাতে হাত রেখে যোগ দেন তারা।

‎আনুষ্ঠানিকভাবে এনসিপি যোগ দেওয়া নেতাদের মধ্যে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিব্বুর রহমান, জাহাজমারা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়নের মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়নের ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি মিল্লাত, জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেনসহ ১৭ জন নেতা উপস্থিত ছিলেন। তাদের নেতৃত্বে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির দুই শতাধিক কর্মী।অনুষ্ঠানে আব্দুল হান্নান মাসউদ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ ছাড়া সকল দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারবেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আমরা বিচ্ছিন্নভাবে অনেককে নিয়েছি। আজকে থেকে প্রতিদিন যোগদান অনুষ্ঠান অব্যাহত থাকবে।

‎তিনি আরও বলেন, আজ ১৭ জন সাবেক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতার নেতৃত্বে দুই শতাধিক কর্মী এনসিপিতে যোগদান করল। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি মডেল হাতিয়া গড়ে তুলব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top