মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মুক্তো বাজার এলাকায় (২৪ জানুয়ারি) রোজ শনিবার সন্ধ্যা ৬ টার সময় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী প্রচারণা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ জাফরিক ইকবাল নয়ন, সাবেক সাধারণ সম্পাদক, চাপিলা ইউনিয়ন বিএনপি, উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মোঃ তাবরুউল্লাহ বিএসসি, মোঃ আইয়ুব আলী , জয়েন সেক্রেটারি, চাপিলা ইউনিয়ন বিএনপি।
উক্ত আলোচনা সভা ও উঠান বৈঠকে সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন, হাজী রেজাউল করিম, সাবেক সভাপতি চাপিলা ইউনিয়ন বিএনপি।
এছাড়াও চাপিলা ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে চাপিলা ইউনিয়ন বিএনপির নেতা কমীরা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বি এন পির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেব কে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার জন্য যার যার অবস্থান থেকে এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।