এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী রফিকুল আলম মজনুর পক্ষে প্রচারনা করেন।
২৪ জানুয়ারি (শনিবার) পরশুরাম পৌর এলাকায় ৯ টি ওয়ার্ডে ফেনী ১ আসনের ধানের শীষের প্রতীক নিয়ে সংসদ সদস্য প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক, মুন্সি রফিকুল আলম মজনুর পক্ষে প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব।
এতে বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ,পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ,পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু নাছের চৌধুরী,পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল,পরশুরাম উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুল ইসলাম আতিক,পরশুরাম পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন,যুগ্ম আহ্বায়ক মিছফাকুদ সামাদ রনি,পরশুরাম উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল সহ ওয়ার্ড,পৌর ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময়ে প্রধান অতিথির বক্তব্যে আবু তালেব বলেন,বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড করে দিবে,এই কার্ড পুরুষের নামে হবেনা,এই কার্ড পাবে ঘরের মহিলা যিনি পরিবারের প্রধান।
অন্যদিকে পুরুষদের ভিতরে পাবে কৃষি কার্ড,যারা প্রকৃত কৃষক তারা এই কৃষি কার্ড পাবে।এই কার্ড গুলো শুধু বিএনপি পাবে এমন নয়,এটা জামায়াত,আওয়ামী লীগ,জাতীয় পার্টি,ইসলামি আন্দোলন,এনসিপি সহ সকল দল পাবে,যারা দল করেনা তারা ও পাবে।
এই কার্ডের আওতায় বাংলাদেশের প্রায় ৪ কোটি মানুষ অন্তর্ভুক্ত হবে।
এছাড়া ও বিএনপি ক্ষমতায় আসলে সর্বপ্রথম বল্লামুখা বেড়িবাঁধ নিয়ে কাজ করবে।
তাই আমাদের ফেনী ১ আসনের ধানের শীষের প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনুর পক্ষে সকলে একসাথে কাজ করে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে মজনু ভাই কে জিতিয়ে আনতে আপনাদের সকলের কাছে দোয়া ও ভোট চাই।
পরশুরাম পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ও রফিকুল আলম মজনুর পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক করেন আবু তালেব সহ বিএনপির নেতৃবৃন্দ।