মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকুল আলমের নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসবিরোধী মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা ফারুক হোসেনের উপস্থিতি নিয়ে এলাকায় আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জাপা প্রার্থী সিদ্দিকুল আলমের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে ফারুক হোসেনকে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, সিদ্দিকুল আলম হেঁটে হেঁটে প্রচারণা চালানোর সময় সামনের সারিতে ফারুক হোসেন তার সঙ্গে রয়েছেন এবং সাধারণ মানুষের কাছে হাত তুলে ভোট চাইছেন।
ফারুক হোসেন নিতাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি কিশোরগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার ৩৮ নম্বর আসামি।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রশিদ শাহ বলেন, “আমরা শুরু থেকেই লক্ষ্য করছি জাপা প্রার্থীর নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। একটি ভিডিওতে সন্ত্রাসবিরোধী মামলার আসামি ফারুক হোসেনকে প্রকাশ্যে প্রচারণায় দেখা গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
এ প্রসঙ্গে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, “বিষয়টি আমার জানা নেই। সন্ত্রাসবিরোধী মামলার কোনো আসামি যদি প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়, তবে নির্দিষ্ট তথ্য পেলে আমরা তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”
উল্লেখ্য, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এবং মাননীয় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে গত ৪ জুন ২০২৫ তারিখ কিশোরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। ফারুক হোসেন ওই মামলার ৩৮ নম্বর আসামি।