সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
হাওরাঞ্চল খ্যাত মোহনগঞ্জ , মদন ও খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-৪ আসনে নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে স্পষ্ট হয়ে উঠেছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। মাঠে সক্রিয় বিএনপি, ১০ দলীয় জোট, ইসলামি আন্দোলন, সিপিবি ও তাদের নিজ নিজ প্রার্থীরা।
দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে মরিয়া ১০ দলীয় জোট। জামায়াত মনোনীত এমপি প্রার্থী আল হেলাল তালুকদারকে সামনে রেখে জোটের কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত হাওরের গ্রাম-গঞ্জে চষে বেড়াচ্ছেন। শনিবার (২৪ জানুয়ারি) মদন উপজেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চান আল হেলাল তালুকদারসহ জোট নেতাকর্মীরা। মাঠপর্যায়ে জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলগুলোর সংগঠিত উপস্থিতি চোখে পড়ার মতো। প্রচারণায় কমতি রাখছেন সিপিবি’র প্রার্থী জলি তালুকদার ও ইসলামি আন্দোলনের প্রার্থীও।
অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন বিএনপির হেভিওয়েট নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রচারণায় নতুন গতি এনেছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীও। তিনিও মাঠে নেমে সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন, গ্রাম-গঞ্জে চালাচ্ছেন গণসংযোগ।
অনভিজ্ঞ ও জনভিত্তি দুর্বল প্রতিপক্ষদের সামনে রেখেই নির্বাচনে লড়তে মাঠে নেমেছেন বলে মনে করছেন স্থানীয়রা। তুলনামূলক সহজ জয় পাওয়ার আশাও অনেকের মধ্যে কাজ করছে। তবে ১০ দলীয় জোটের টানা মাঠপর্যায়ের প্রচারণা ও সংগঠিত উপস্থিতি সেই সমীকরণকে সহজ রাখছে না।
হাওরের এই আসনে এখন প্রতিদ্বন্দ্বিতা শুধু ব্যক্তি বনাম ব্যক্তি নয়, এটি ১০ দলীয় জোট বনাম রাজনৈতিক অভিজ্ঞতার লড়াই। শেষ পর্যন্ত ভোটারদের রায় কোন দিকে যায়, সেটিই এখন সবচেয়ে বড়