মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী ২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী হারুন আর রশিদ হারুন বলেছেন, সবাইকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।
রবিবার (২৫ জানুয়ারি) জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বহরপুর রেলওয়ে মাঠে এক নির্বাচনী পথ সভায় তিনি বলেন, সকল শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে নিয়ে উন্নয়নমুখী কাজ করতে চাই।
গতকালের নির্বাচনী পথ সভায় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপি’র আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকুত আলি বাবু, বিশেষ অতিথি বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, বালিয়াকান্দি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হোসেন খান, অ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিস, ইসলামপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মহাই, ৯ নং ওয়ার্ল্ড নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক খন্দকার সিরাজুর রহমান ঝন্টু, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আব্দুস সাত্তার ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।
ইসলামপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার ইজাজুল হক মনা এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রেজা।
নির্বাচনী পথ সভায় রাজবাড়ী ২ আসনের জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হারুন অর রশিদ হারুন বলেন, দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। ২৪ জুলাই এর পর ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে একটি নির্বাচন আসছে। এদেশের মানুষ ভোট দিতে চায়। আমরা সেই প্রতীক্ষিত ভোটের অপেক্ষায় আছি। সর্বস্তরের মানুষ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। আমরা এদেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি সাংস্কৃতির উন্নয়ন চাই। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, কৃষি নির্ভর এই দেশটাকে আমরা আপন হাতে গড়ে তুলতে চাই।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা চাই দলীয় হাই কমান্ডের নিয়ম নীতি মেনে কাজ করছি। আমরা চাই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। সেই সাথে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে কাজ করার জন্য সহযোগিতা করবেন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ্।
তিনি বলেন, আমাদের দলের মধ্যে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ২ আসন থেকে সর্বস্তরের মানুষ ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া রাজবাড়ী ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ হারুন দিনব্যাপী ইসলামপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারণা করেন।