তরফদার মামুন:মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার–৩ আসনে ১০ দলীয় জোট মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শেরপুর এলাকার উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মুফতি ইব্রাহিম খলিল এবং সঞ্চালনা করেন ডা. হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের সহযোগী সংগঠন শ্রমিক মজলিশ মৌলভীবাজার জেলা সভাপতি এম এ রহিম নোমানী, খেলাফত মজলিশ জেলা শাখার সহসভাপতি হাফিজ সামছুল ইসলাম তরফদার, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মতিন এবং মৌলভীবাজার উপজেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলসহ স্থানীয় নেতারা।
পরে রাত ৮টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হাই। বক্তব্য রাখেন, দেয়ালঘড়ি মার্কার প্রার্থী মাওলানা আহমদ বিলাল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুজ্জামান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি মাওলানা আসআদ আল হুসাইন প্রমূখ।
উভয় বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ, ভোটার ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অনেকেই দেয়ালঘড়ি প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আশ্বাস দেন।
উঠান বৈঠকের পাশাপাশি গণসংযোগ কর্মসূচিতে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় পথচারী, রাস্তার দুই পাশের ব্যবসায়ী, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করা হয় এবং দেয়ালঘড়ি প্রতীকের হ্যান্ডবিল বিতরণ করা হয়।
গণসংযোগ চলাকালে আহমদ বিলাল সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেছে।