২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জুলাই বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

পতিত স্বৈরাচারের দোসর ও বিভিন্ন সহিংস মামলার আসামি নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই বিপ্লবী ছাত্রজনতা।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নীলফামারী বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাইয়েদুজ্জামান বাবু, সাইয়েদ গোলাম আজম, যুগ্ম সদস্য সচিব ইমরান শাহ, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ছাত্রনেতা সিরাজুল ইসলাম সোহাগ ও মাহবুব রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, হত্যা ও গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা প্রকাশ্যে অবাধে ঘোরাফেরা করছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে।

তারা আরও বলেন, অবিলম্বে এসব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও বিক্ষোভ ঘিরে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top