নিজস্ব প্রতিনিধি:
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের পরিবর্তন আর রক্ত দিয়ে নয়—এবার পরিবর্তন আনতে হবে ভোটের সিলের মাধ্যমে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আগে গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে, তারই আরেকটি নমুনা আমরা গত ১৬ মাসে দেখেছি। নিপীড়ন ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথের আন্দোলন নয়, বরং সঠিক জায়গায় সিল দেওয়াই এখন সবচেয়ে জরুরি।
সোমবার চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী জোবায়রুল আরিফের পক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর আগামী ১২ ফেব্রুয়ারি জাতির সামনে আরেকটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে উপস্থিত হয়েছে। ৫ আগস্ট যেমন শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল, তেমনি এবারও জনগণের সামনে আরেকটি সুযোগ এসেছে। তিনি বলেন, কোনো নির্দিষ্ট মার্কা নয়—যে জোট দেশের মানুষের মুক্তি নিশ্চিত করতে পারবে, জনগণ তাদেরই ভোট দেবে।
তিনি আরও জানান, এগারো দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে চট্টগ্রাম-৮ আসনে জোবায়রুল আরিফ মনোনীত প্রার্থী। বোয়ালখালী আসনে শাপলা কলি মার্কায় ভোট দিয়েই জনগণের মুক্তির পক্ষে রায় দিতে হবে। তিনি অভিযোগ করে বলেন, অনেক দল সংস্কারের কথা বললেও বাস্তবে সুযোগ এলে তারা নীরব থাকে। আগামী নির্বাচনে এগারো দলীয় জোট ও ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক বলেন, জুলাই বিপ্লব ও ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার। ভবিষ্যতে দেশবিরোধী কোনো ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা আবারও রুখে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্য জোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
চট্টগ্রাম-৮ আসনের এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি অভিযোগ করেন, গত ১৬ মাসে চাঁদাবাজি, দখলদারি, খুন ও ছিনতাইয়ের মাধ্যমে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে। সংস্কার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখতে চাইলে এগারো দলীয় ঐক্য জোট এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।