নিজস্ব প্রতিনিধি:
সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুইয়া-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তাদের ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের ভাষ্য অনুযায়ী, পারিবারিক ঘটনার জেরে শিশুসন্তানকে হত্যার পর কানিজ সুবর্ণা স্বর্ণালী নিজে আত্মহত্যা করেন।
স্ত্রী ও সন্তানের মৃত্যুর পরও কারাগার থেকে প্যারোলে মুক্তি পাননি সাদ্দাম। যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায়ই তিনি তার মৃত স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো বিদায় জানান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হলে সেখানে শোকাহত হৃদয়ে তিনি চিরবিদায় জানান।