২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার সময় ১১ দল মনোনীত ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম এসেছে ছাত্রদল-এর।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী তার সমর্থকদের নিয়ে শান্তিনগর মোড়ে অবস্থান নেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হামলার সময় তার দিকে ডিম নিক্ষেপ করা হয়। এতে তার প্রচারণা কার্যক্রমে বাধা সৃষ্টি হয়।

এদিকে এনসিপি-র মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে অংশ নিতে গেলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top