২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

বগুড়া-৩ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আদমদীঘি উপজেলা নির্বাচনী এলাকায় পথসভা ও গণসংযোগ অব্যাহত রেখেছে বগুড়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূর মুহাম্মাদ আবু তাহের। গত রবিবার ২৫ জানুয়ারী সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি গণসংযোগ করেন।

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রব্বানী, সহকারী সেক্রেটারী মাওঃ আব্দুল জোব্বার, জামায়াত নেতা মোস্তফা আহমেদ নাইডু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবীব পল্টু, উপজেলা পেশাজীবি সংগঠনের সেক্রেটারী মানিক, শ্রমিক নেতা গোলাম আজম, ফরিদুল ইসলাম, যুব জামায়াত নেতা তরিকুল ইসলাম, আহসান হাবীব তুহিন, বেলায়েত হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দসহ নেতা কর্মীগণ গণসংযোগে অংশগ্রহণ করেন।

গণসংযোগকালে বগুড়া-৩ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী নুর মুহাম্মাদ আবু তাহের বলেন, দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছে আপনাদের সেবা করার জন্য। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।

ইসলামী রাষ্ট্র হবে একটি কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা। এখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না। কল্যাণ রাষ্ট্রে সকল নাগরিক সমান সুযোগ-সুবিধা পাবে। তাই আমি দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনারা আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top