২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বালিয়াকান্দি উপজেলায় অবস্থিত ১ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মেসার্স আর.এস.বি ব্রিকসকে ৫০ হাজার টাকা অর্থদন্ড ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়। ভাটাটির কিলন ভেংগে গুড়িয়ে দেয়া হয় এবং ভাটার কার্যক্রম সম্পুর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মোঃ ইমরান হোসেন। অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদসহ আনসার এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top