মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এই যোগদান অনুষ্ঠিত হয়।
পথসভায় বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতিসহ অর্ধশতাধিক নেতাকর্মী নীলফামারী-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের হাতে ফুলের তোড়া দিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টুপামারী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম তার দলত্যাগের কারণ তুলে ধরেন।
তিনি বলেন, “৫ই আগস্ট পরবর্তী সময়ে সাধারণ মানুষের যে প্রত্যাশা বিএনপির প্রতি ছিল, তা পূরণ হয়নি। বিশেষ করে গণভোটের প্রশ্নে দলটির অবস্থান আমাকে ব্যথিত করেছে। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে না গিয়ে ‘না’-এর পক্ষে অবস্থান নেওয়া এবং চলমান রাজনৈতিক বাস্তবতায় হতাশ হয়ে আমি আমার কর্মী-সমর্থকদের নিয়ে জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।”
যোগদানকারী উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন টুপামারী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, একই ওয়ার্ডের সাবেক সভাপতি আবদুল কাইয়ুমসহ কিছামত দোগাছি এলাকার অর্ধশতাধিক নেতাকর্মী।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন, “৫ই আগস্টের পর দেশের মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু দুঃখজনকভাবে সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি। সারাদেশে চাঁদাবাজি, দখলদারিত্ব ও রাজনৈতিক অস্থিরতা বেড়ে চলেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করা।”
তিনি আরও বলেন, আগামীর নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শান্তি, শৃঙ্খলা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
পথসভায় জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের পাশাপাশি ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন নির্বাচনে ন্যায়বিচার, সুশাসন ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।