জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :
বাংলাদেশের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি), দুমকি, পটুয়াখালীতে অবস্থিত উদ্ভিদ রোগতত্ত্ব (Plant Pathology) বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
তাঁর এই নিয়োগ দেশের কৃষিভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রযাত্রার ইঙ্গিত বহন করে। আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন একজন গবেষক হিসেবে তিনি বিভাগীয় নেতৃত্বে নতুন দৃষ্টিভঙ্গি ও আধুনিক গবেষণা সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
অধ্যাপক ড. মো. রুবেল মাহমুদ উচ্চশিক্ষার জন্য বিদেশে অধ্যয়ন করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। তিনি বেলজিয়ামের স্বনামধন্য Ghent University থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, যা কৃষি ও জীববিজ্ঞানে বিশ্বব্যাপী সুপরিচিত একটি প্রতিষ্ঠান। পরবর্তীতে তিনি চীনের বেইজিংয়ে অবস্থিত ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (IM-UCAS) থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
তাঁর গবেষণাভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ তাঁকে একজন দক্ষ উদ্ভিদ রোগতত্ত্ববিদ হিসেবে গড়ে তুলেছে। তিনি ইতোমধ্যে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃত জার্নালে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন, যা উদ্ভিদ রোগতত্ত্ব, ফসল সুরক্ষা এবং আধুনিক কৃষি বিজ্ঞানের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।
বর্তমানে অধ্যাপক ড. মাহমুদের গবেষণার প্রধান ক্ষেত্র হলো উদ্ভিদের স্বাভাবিক রোগপ্রতিরোধ ব্যবস্থা (Plant Innate Immunity) উদঘাটন এবং টেকসই উদ্ভিদ রোগ ব্যবস্থাপনা, যা পরিবেশবান্ধব কৃষি উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাসায়নিক নির্ভরতা কমিয়ে টেকসই ও বিজ্ঞানভিত্তিক রোগ ব্যবস্থাপনা পদ্ধতি উদ্ভাবনে তাঁর গবেষণা দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগকে আরও গবেষণামুখী করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক, আন্তর্জাতিক মানের গবেষণার সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর নেতৃত্বে বিভাগটি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।