২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী -২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য (বহিষ্কৃত) ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবুর কলস প্রতীকের সমর্থনে উপজেলার বহরপুর বাজারে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবুর পক্ষে কলস প্রতীকের লিফলেট বিতরণ করেন আর সমর্থিত কর্মীরা।

একাধিক কর্মী বলেন, আমরা আজ সকাল থেকে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা, গণ সংযোগ, উঠান বৈঠক শেষ করে বহরপুর হাটে আমাদের মনোনীত প্রার্থী আবেগ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবুর প্রাপ্ত প্রতীক কলস মার্কার লিফলেট সাধারণ ভোটারদের মাঝে বিতরণ করা সহ ভোট প্রার্থনা করছি। আমরা আশাবাদী সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হলে জননেতা মোঃ নাসিরুল হক সাবু স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীকের জয়লাভ নিশ্চিত। আমরা সাধারণ ভোটারদের কাছে গিয়ে জানতে পারছি নাসিরুল হক সাবু সাবেক সংসদ সদস্য থাকাকালীন সময়ে তার হাত দিয়ে রাজবাড়ী ২ আসনে যথেষ্ট উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। সেই দিকটাকে মাথায় রেখেই সাধারণ ভোটারগণ তাকে এমপি হিসাবে পুনরায় দেখতে চায়।

ভোটের মাঠে কোন বাঁধার সৃষ্টি হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তার নেতাকর্মীরা বলেন, কখনো কখনো কটুকথার মধ্যে পড়তে হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করা হচ্ছে। আমরা রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কৃতজ্ঞ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top