মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালট গণনার জন্য দায়িত্বশীল কর্মকর্তাদের তালিকা ও গণনার স্থান নির্ধারণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনের পোস্টাল ব্যালট গণনার সার্বিক দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওভারসিজ ভোটার (OVC) এবং ইন-কান্ট্রি পোস্টাল ভোটার (ICPV)–এর পোস্টাল ব্যালট গণনা সম্পন্ন করা হবে।
নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনের পোস্টাল ব্যালট গণনা করা হবে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও রিটার্নিং অফিসারের সরাসরি নজরদারিতে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে প্রতিটি ধাপে নির্বাচন কমিশনের বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে। পোস্টাল ব্যালট গণনার সময় সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন কর্মকর্তাসহ প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, “নির্বাচনের প্রতিটি ধাপেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। পোস্টাল ব্যালট গণনাও সেই নীতির আলোকে সম্পন্ন করা হবে।”
উল্লেখ্য, নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে ভোটগ্রহণ ও পরবর্তী পোস্টাল ব্যালট গণনা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।