২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাবান, ১৪৪৭ হিজরি

হাইকোর্টে খারিজ হলো কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি:

মুরাদনগর আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ–এর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর করা আপিল হাইকোর্টে খারিজ হয়ে গেছে। আদালত আপিলটি প্রাথমিক শুনানিতেই খারিজ করে দেন।

আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আপিলটি আইনগত ও প্রক্রিয়াগত দিক থেকে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে আদালত মত দেন। ফলে বিস্তারিত শুনানিতে না গিয়ে আবেদনটি সরাসরি খারিজ করা হয়।

এ মামলাটি নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল। তবে আদালত মনে করেন, আপিলে উত্থাপিত অভিযোগগুলো প্রাথমিকভাবে আদালতের হস্তক্ষেপের মতো পর্যাপ্ত ভিত্তি তৈরি করতে পারেনি।

আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায়ে নির্বাচনী প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় আইনি জটিলতা এড়ানোর একটি স্পষ্ট বার্তা পাওয়া যায়। এতে নির্বাচনী মাঠে চলমান প্রস্তুতিও স্বাভাবিক ধারায় এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো।

উল্লেখ্য, এর আগে একই ধরনের কয়েকটি আবেদনের ক্ষেত্রেও আদালত অনুরূপ সিদ্ধান্ত দিয়েছেন, যা নির্বাচনী আইনি কাঠামোর ধারাবাহিকতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top