মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর- ৪ (গুরুদাসপুর – বড়াইগ্রাম) আসনে জামায়াতে ইসলামের প্রার্থী আব্দুল হাকিমের নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে মিছিলটি গুরুদাসপুর উপজেলার ‘চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ’ মাঠ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি চাঁচকৈড় বাজার চৌতালী হাটা মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল হাকিম, নাটোর-৪ আসনে, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী ।
এসময় দলীয় সমর্থক ছাড়াও উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।