২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি

শেরপুরে প্রকাশ্যে জামায়াত নেতাকে হত্যা, সন্ত্রাসের মাধ্যমে ভোট ছিনতাইয়ের অপচেষ্টা : লেবার পার্টি

নিয়াজ দিনার, চট্টগ্রাম প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।

আজ (বৃহস্পতিবার) লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে প্রতিহিংসাপরায়ণভাবে বিএনপি ও যুবদলের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করেছে এবং প্রার্থীসহ শতাধিক নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষকে আহত করেছে। সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার এই অপচেষ্টা দেশের জনগণ কখনোই মেনে নেবে না।

লেবার পার্টির নেতৃদ্বয় বলেন, আহতদের হাসপাতালে নেওয়ার সময় সন্ত্রাসীদের পথে পথে বাধা ও অবরোধ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অনুপস্থিতি প্রশাসনের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা নিয়ে গুরুতর প্রশ্নবিদ্ধ করেছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লেবার পার্টি অবিলম্বে মাওলানা রেজাউল করিমের হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। একইসঙ্গে সকল নির্বাচনী কর্মসূচিতে নিরপেক্ষ নিরাপত্তা নিশ্চিত করে সন্ত্রাসমুক্ত পরিবেশে জনগণের ভোটাধিকার রক্ষায় নির্বাচন কমিশনের কার্যকর হস্তক্ষেপ একান্ত জরুরী।

নেতৃবৃন্দ বলেন, শহীদের রক্ত বৃথা যাবে না। দেশের শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধভাবে সকল সন্ত্রাস, জুলুম ও অপশক্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। নেতৃদ্বয় অবিলম্বে এই হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরদাবী জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top