মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আত্মগোপনে থাকা এক তরুণকে উদ্ধার করেছে দীঘিনালা জোন। পরে জানা যায়, মোটরসাইকেল ও আইফোন কেনার উদ্দেশ্যে ওই তরুণ নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিল
স্থানীয় ও নিরাপত্তা সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে মো. মুরাদ হোসেন (১৯) কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। একপর্যায়ে পরিবারের নিকট মোবাইল ফোনে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হলে বিষয়টি আরও গুরুতর আকার ধারণ করে।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে দীঘিনালা জোনের সহায়তা গ্রহণ করেন এবং দীঘিনালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
দীঘিনালা জোনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে দীঘিনালার ছোট মেরুং এলাকা থেকে ওই তরুণকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে মো. মুরাদ হোসেন স্বীকার করেন, ব্যক্তিগত শখ পূরণ ও দামী মোটরসাইকেল এবং আইফোন কেনার অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই তিনি নিজেই অপহরণের ঘটনাটি সাজিয়েছিলেন।
উদ্ধারকৃত তরুণের পরিচয়
নাম: মো. মুরাদ হোসেন (১৯)
পিতা: মো. মিলন মিয়া
গ্রাম: বাঘাইহাট
এলাকা: সাজেক, রাঙামাটি
এ ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও দীঘিনালা জোনের তৎপরতায় একটি সম্ভাব্য অপহরণ আতঙ্কের দ্রুত অবসান ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করছে বলে জানা গেছে।