মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার পশ্চিম গোপালপুর ডা. আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে নিজস্ব অর্থায়নে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের উদ্বোধন করেন অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবুল।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভবনটির শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে নান্দিকাঠি স্কুলের শিক্ষক এমদাদুল হক বলেন, পশ্চিম গোপালপুর এলাকায় কাছাকাছি কোন স্কুল ছিলোনা বলে এলাকার ছেলে মেয়েরা পড়াশুনা করা থেকে অনেকটা বঞ্চিত ছিলো,তাই ২০০৪ সালে স্কুলটি প্রতিষ্ঠা করে ব্যক্তি অর্থানে পরিচালনা করে আসছে ডা. মো. আনোয়ার হোসেন বাবুল।
বর্তমানে স্কুলের নতুন ভবনটি শিক্ষার পরিবেশ আরও উন্নত করবে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এতে আরো উপস্থিত ছিলেন ডা: অানোয়ার হোসেন বাবলুর সহধর্মীনি ডা: শামস ই জাহান সোনিয়া, স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, গুঠিয়া জামে মসজিদের খতিব মাও: আবু বকর সিদ্দিক,শের ই বাংলা মেডিকেল কলেজের প্রফেসর ডা: হানিফ হাওলাদার,উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আমির হোসেন দুলাল।উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন।